Site icon Jamuna Television

নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে পুতিনের অভিনন্দন

দেশের ২২তম রাষ্ট্রপ্রধান হিসেবে নির্বাচিত মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাশিয়ার বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে করা পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

অভিনন্দন বার্তায় ভ্লাদিমির পুতিন বলেন, আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন গ্রুহণ করুন। আমাদের দুই দেশ ঐতিহ্যগতভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখছে। আশা করি, প্রেসিডেন্ট হিসেবে আপনার দায়িত্ব পালনকালে বিভিন্ন খাতে দুই দেশের গঠনমূলক সহযোগিতা আরও জোরারো হবে।
বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সুস্বাস্থ্য, সাফল্য ও সার্বিক মঙ্গল কামনা করেন পুতিন।

বিদায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের উত্তরসূরী হিসেবে গত ১২ ফেব্রুয়ারি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত মো. সাহাবুদ্দিন। আগামী ২৩ এপ্রিল মো. আবদুল হামিদের মেয়াদ শেষ হওয়ার পর তিনি এই পদের দায়িত্ব গ্রহণ করবেন।

/এমএন

Exit mobile version