Site icon Jamuna Television

সাকিবের সাথে নতুন বিজ্ঞাপনে রাজ রিপা

সম্প্রতি মুক্তি পেয়েছে বহুজাতিক মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীনফোনের একটি নতুন বিজ্ঞাপন। যেখানে বিশ্বসেরা আলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে দেখা গেছে ঢাকাই সিনেমার ব্যস্ত নায়িকা রাজ রিপাকে।  বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন আজমান রুশো।

নতুন বিজ্ঞাপটি নিয়ে রাজ রিপা বলেন, চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং ছিল। এর মাধ্যমে দর্শক নতুন এক রিপাকে দেখতে পেয়েছে বলেই আমার বিশ্বাস।

এরইমধ্যে, ক্যারিয়ারে বেশ কিছু চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করেছেন রাজ রিপা। চলচ্চিত্রের পাশাপাশি সমান তালে কাজ করছেন বিজ্ঞাপন চিত্রেও।

প্রসঙ্গত, এ নিয়ে দ্বিতীয়বারের মতো টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে বিজ্ঞাপনচিত্রে জুটি হয়ে কাজ করলেন রাজ রিপা। গত বছরের সেপ্টেম্বরে গ্রামীণফোনের আরেকটি বিজ্ঞাপনে সাকিব আল হাসানের সঙ্গে দেখা গিয়েছিল রিপাকে। ওই বিজ্ঞাপনটি নির্মাণ করেছিলেন জনপ্রিয় নির্মাতা আদনান আল রাজিব। 

/এসএইচ

Exit mobile version