Site icon Jamuna Television

ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে দুই রাবি শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ব্যাপারে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ভুক্তভোগী দুই শিক্ষার্থী লিখিত অভিযোগ জমা দিয়েছেন ইনস্টিটিউটের অভিযোগ তদন্ত কমিটির চেয়ারম্যান বরাবর।

অভিযোগে বলা হয়েছে, মন্নুজান হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আতিফা হক শেফা ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের সহ-সভাপতি আতিকুর রহমান ভুক্তভোগীদের মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করেন। পাশাপাশি একজনকে দেয়া হয় ধর্ষণের হুমকি।

তদন্ত কমিটির চেয়ারম্যান অধ্যাপক আকতার বানু জানান, অসুস্থ থাকায় তিনি ডিপার্টমেন্টে যেতে পারেননি। তাই এরকম কোনো লিখিত অভিযোগও হাতে পাননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।

এদিকে, ইনস্টিটিউটের পরিচালক দুলাল চন্দ্র বিশ্বাসও তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন। অপরদিকে, অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা।

/এসএইচ

Exit mobile version