Site icon Jamuna Television

পর্দা নামলো বইমেলার, বেচাকেনা হয়েছে প্রায় ৪৭ কোটি টাকার

অমর একুশে বইমেলার সদস্য সচিব মুজাহিদুল ইসলাম।

ফারহানা জামান ন্যান্সি:

অমর একুশে বইমেলার পর্দা নামলো। এবারের মতো সাঙ্গ হলো বইয়ের জন্য পাঠকের দীর্ঘ লাইন। থেমে গেলো লেখকের সাথে পাঠকের সরাসরি মিথস্ক্রিয়া। কিন্তু রয়ে যাবে বইয়ের সাথে ভালোবাসার গভীর স্মৃতিটুকু। যার মাধ্যমে পাঠকের চিন্তা-মননশীলতা লাভ করতে পারে নতুন মাত্রা। জানা গেচে, এবারের মেলায় বই বিকিকিনি হয়েছে প্রায় ৪৭ কোটি টাকার। আর পাঠকরা নতুন বই পেলেন ৩,৭৩০টি।

বইমেলাকে ভালোবেসে মেয়েটা কাল থেকে আর গায়ে শাড়ি জড়াবে না। কবিতা-উপন্যাসগুলো পাঠকের জন্য আর অধীর অপেক্ষায় থাকবে না। পাঠকের ভাষায়, সব শুরুরই শেষ আছে। তবে এ শেষটায় বইয়ের পৃষ্ঠা জুড়ে ভালোবাসাগুলো অপেক্ষার দিন গুনবে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বইমেলার সমাপনী আয়োজন ছিলো বাংলা একাডেমি প্রাঙ্গণে। এবারের মেলার আদ্যোপান্ত বিবরণের পাশাপাশি জানিয়ে দেয়া হয়, বেচাকেনার খবরও।

বিদায়ের সুরের সাথে সকল ব্যর্থতা পেছনে ফেলে আগামীর প্রত্যাশার বার্তা দেন আয়োজকরা। পাঠকের সাথে বিচ্ছিন্ন হওয়ার দুঃখ সাথে নিয়ে প্রকাশকদের অপেক্ষা এখন আগামী বইমেলার।

/এসএইচ

Exit mobile version