Site icon Jamuna Television

নাটোরে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরের লালপুরে স্ত্রী হত্যা মামলায় স্বামী আব্দুল জব্বারকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এই রায়ের আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আব্দুল জব্বার লালপুর উপজেলার মোহরকয়া পশ্চিম পাড়া এলাকার ইসাহাক আলীর ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৭ জুলাই দ্বিতীয় বিয়ে করা নিয়ে পারিবারিক বিরোধের জের ধরে স্বামী আব্দুল জব্বার তার স্ত্রী স্মৃতি খাতুনকে শ্বাসরোধে হত্যার পর মরদেহটি বাড়ির পাশে পুকুরে ফেলে দেয়। ঘটনার পরের দিন সকালে পুলিশ খবর পেয়ে মরদেহটি পুকুর থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। মরদেহ উদ্ধারের পর নিহত স্মৃতির বাবা তসলিম আলী বাদী হয়ে স্মৃতির স্বামী আব্দুল জব্বারের নামসহ আরও অজ্ঞাত ২/৩ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

মামলা দায়ের পর পুলিশ আসামি আব্দুল জব্বারকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে আব্দুল জব্বার তার স্ত্রীকে হত্যার কথা স্বীকার করে। এ ঘটনায় পুলিশ আব্দুল জব্বারের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করে। এরপর আদালতের বিচারক মামলার সাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে আব্দুল জব্বারকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দেন।

ইউএইচ/

Exit mobile version