Site icon Jamuna Television

দক্ষিণ কোরিয়ার নতুন কোচ ইয়ুর্গেন ক্লিন্সমান

ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন জার্মানির সাবেক বিশ্বকাপজয়ী ফুটবলার ইয়ুর্গেন ক্লিন্সমান।

২০২৬ বিশ্বকাপ পর্যন্ত সন হিউং মিনদের দায়িত্বে থাকবেন তিনি। আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে কোরিয়া ফুটবল অ্যাসোসিয়েশন। দায়িত্ব বুঝে নিতে আগামী সপ্তাহে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে পৌঁছাবেন ক্লিন্সমান।

পাওলো বেন্টোর অধীনে ২০২২ কাতার বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে খেলে দক্ষিণ কোরিয়া। কিন্তু প্রি-কোয়ার্টার ফাইনালে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় তারা। এরপরই কোচের পদ থেকে সরে দাঁড়ান বেন্টো।

সর্বশেষ জার্মান ক্লাব হার্থা বার্লিনের দায়িত্বে ছিলেন ক্লিন্সমান। ২০১৯-২০ মৌসুমে ক্লাবটির দায়িত্ব ছাড়েন তিনি। তিন বছর পর ফিরলেন আবারও ডাগআউটে। এর আগে বায়ার্ন মিউনিখের হয়েও দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তীতে যুক্তরাষ্ট্র জাতীয় দলের কোচ হিসেবে যোগ দেন এবং দলটিকে জেতান কনকাকাফ গোল্ড কাপ।  

২৪ মার্চ প্রথমবারের মতো দেশটির ডাগআউটে দাঁড়াবেন ৫৮ বছর বয়সী এই কোচ। এদিন কলম্বিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে দক্ষিণ কোরিয়া।

/আরআইএম

Exit mobile version