Site icon Jamuna Television

সফটওয়্যারে ত্রুটি, প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল স্থগিত

সফটওয়্যারে ত্রুটির কারণে তথ্যগত কিছু ভুল ধরা পড়ায় স্থগিত করা হয়েছে প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফলাফল। এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) থেকে একটি নির্দেশনাও পাঠানো হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে বৃত্তির ফলাফল প্রকাশের পরপরই ডিপিই থেকে ফলাফল স্থগিতের নির্দেশনা দেয়া হয়।

মঙ্গলবার দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করেন শিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

এর আগে, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হয় প্রাথমিকের বৃত্তি পরীক্ষা। দীর্ঘ ১৩ বছর পর আলাদাভাবে বৃত্তি পরীক্ষায় অংশ নেয় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা। এ পরীক্ষায় অংশ নেয় প্রায় ছয় লাখ শিক্ষার্থী।

/এসএইচ

Exit mobile version