Site icon Jamuna Television

টিকিট বিক্রি না হওয়ায় বাতিল অক্ষয়ের কনসার্ট

ইন্টারনেট থেকে সংগৃহীত ছবি।

সময়টা মোটেও ভালো যাচ্ছে না জনপ্রিয় বলিউড অভিনেতা অক্ষয় কুমারের। সম্প্রতি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে তার নতুন সিনেমা ‘সেলফি’। একের পর এক ফ্লপে অক্ষয় এখন বেশ হতাশ। এরই মধ্যে শোনা যাচ্ছে, অক্ষয়সহ বলিউড তারকাদের নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে আয়োজিত ‘দ্যা এন্টারটেইনমেন্ট কনসার্ট’ও বাতিল হয়েছে।

কনসার্টের উদ্যোক্তারা জানিয়েছেন, কনসার্টের টিকিট বিক্রি না হওয়ার কারণেই বাতিল করতে হচ্ছে এ ট্যুর।

জানা গেছে, ভারতীয় প্রচারণা সংস্থার টাকা মেটাতে পারেননি নিউ জার্সির স্থানীয় প্রমোটার। সে কারণেই কনসার্টটি বাতিল করা হয়েছে। যদিও যুক্তরাষ্ট্রের অন্যান্য প্রান্তে এন্টারটেইনমেন্ট কনসার্টে যোগ দিতে ইতিমধ্যেই নিউ জার্সিতে পৌঁছেছে বলিউড তারকারা।

অক্ষয় ছাড়াও ভারতীয় তারকাদের মধ্যে এই কনসার্টে থাকার কথা ছিল মৌনি রায়, নোরা ফাতেহি, সোনম বাজওয়া, অপরাশক্তি খুরানা, জারা খান এবং দিশা পাটানির।

/এসএইচ

Exit mobile version