Site icon Jamuna Television

সেনাবাহিনীর প্রশিক্ষণ নিচ্ছেন বিটিএসের জে হোপ

জে হোপ।


দক্ষিণ কোরিয়ার বিখ্যাত পপ ব্যান্ড ‘বিটিএস’-এর গায়ক ও র‍্যাপার জে হোপ যোগ দিচ্ছেন দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীতে। এরই মধ্যে শুরু হয়েছে সেনাবাহিনীতে তার নাম অন্তর্ভুক্তির প্রক্রিয়া। বিটিএসের সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান বিগহিট মিউজিক এ তথ্য নিশ্চিত করেছে।

জে হোপ জানিয়েছেন, আগামী ৩ মার্চ তার নতুন একক অ্যালবাম ‘অন দ্য স্ট্রিট’ প্রকাশের পরই সামরিক বাহিনীতে যোগ দেবেন তিনি।

প্রসঙ্গত, ২৮ বছর বয়সের মধ্যে দক্ষিণ কোরিয়ার সব পুরুষ নাগরিককে ১৮ মাস বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে কাজ করতে হয়। তবে ২০২০ সালে দেশটির পার্লামেন্টে পপ তারকাদের জন্য এ বয়সসীমা শিথিল করে ৩০ বছর করার বিল পাস হয়। বিটিএসের জ্যেষ্ঠ সদস্য ৩০ বছর বয়সী গায়ক জিনের ঠিক এক মাস পর, ২৯ বছর বয়সী জে-হোপ সামরিক বাহিনীকে যোগ দিতে যাচ্ছেন। তিনি দক্ষিণ কোরিয়া সেনাবাহিনীর ফ্রন্ট লাইনের বুট ক্যাম্পে অংশ নেবেন।

এর আগে, সেনা ঘাঁটিতে বেশ ধুমধাম করে স্বাগত জানানো হয়েছিল বিটিএসের গায়ক জিনকে। গণমাধ্যম ও ভক্তদের দূরে থাকার জন্য আগে অনুরোধ জানানো হলেও সেদিন বুটক্যাম্পের বাইরে জড়ো হয়েছিল হাজারও বিটিএসভক্ত।

/এসএইচ 

Exit mobile version