Site icon Jamuna Television

‘বাবা ইলন মাস্ক কি জয়’

ছবি: সংগৃহীত

ইলন মাস্কের জীবন ও কর্মকাণ্ডের প্রশংসা জানাতে বিশেষ ‘পূজা’ আয়োজন করে বেঙ্গালুরুর কয়েকজন স্থানীয় বাসিন্দা। সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ভিডিওটিতে দেখা যায়, সেভ ইন্ডিয়ান ফ্যামিলি ফেডারেশন (এসআইএফএফ) নামক সংগঠনের কয়েকজন সদস্য বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে ইলনকে উদ্দেশ্য করে বিশেষ ‘পূজা’ দিচ্ছেন। এমনকি, এক ব্যক্তি ইলনের ছবি সংবলিত পোস্টারের সামনে ধূপকাঠি জ্বালিয়ে ‘বাবা ইলন মাস্ক কি, জয়’ স্লোগান দিচ্ছেন।

নরসিং নামের আইডি থেকে শেয়ার করা ওই ভিডিও’র ক্যাপশনে লেখা হয়, টুইটার কিনে নেয়ায় ও কর্তৃপক্ষের নিপীড়নের বিরুদ্ধে মতামত প্রকাশের অনুমতি দেয়ায় এসআইএফএফ সদস্যরা ‘গুরু ইলন মাস্কে’র উপাসনা করছেন।

/এনএএস

Exit mobile version