Site icon Jamuna Television

অপো, ভিভো ও শাওমি ফোনে স্যাটেলাইটের মাধ্যমে পাঠানো যাবে বার্তা!

ছবি: সংগৃহীত

কোয়ালকমের তৈরি প্রসেসরে চলা আপডেট মডেলের অ্যান্ড্রয়েড ফোন থেকেও স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহের সংযোগ ব্যবহার করে বার্তা পাঠানো যাবে। এ সুবিধা চালুর জন্য অপো, ভিভো, শাওমি, মটোরোলা, অনারসহ বিভিন্ন ফোন নির্মাতা কাজ করছে বলে জানিয়েছে কোয়ালকম টেকনোলজিস। খবর টেক ক্র্যাঞ্চ‘র।

স্পেনের বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) শুরুর আগে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছে প্রসেসর নির্মাতা প্রতিষ্ঠানটি।

কোয়ালকমের তথ্যমতে, ভবিষ্যতে আসতে যাওয়া আরএফ মডেম এবং ৪ ও ৮ সিরিজের স্ন্যাপড্রাগন প্রসেসর কাজে লাগিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের অ্যান্ড্রয়েড ফোন থেকে স্যাটেলাইটে বার্তা আদান-প্রদান করা যাবে। তবে কবে নাগাদ বা কোন মডেলের ফোনে স্যাটেলাইট সুবিধা যুক্ত হবে, সে বিষয়ে ফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

স্ন্যাপড্রাগন স্যাটেলাইটের মাধ্যমে অ্যান্ড্রয়েড ফোন থেকে জরুরি বিপদ বার্তা পাঠানো যাবে। শুধু তা-ই নয়, মোবাইলে নেটওয়ার্ক না থাকলেও অন্যদের বিপদ বার্তা পাঠানোর সুযোগ মিলবে।

/এনএএস

Exit mobile version