Site icon Jamuna Television

ব্রিস্টল সিটিকে উড়িয়ে দিলো ম্যানচেস্টার সিটি

ইংলিশ এফএ কাপে ব্রিস্টল সিটির বিপক্ষে বড় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। স্বাগতিকদের ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে সিটিজেনরা। ফিলিপ ফোডেন করেন জোড়া গোল।

অ্যাস্টন গেটে ম্যানচেস্টার সিটিকে আতিথ্য দেয় ব্রিস্টল সিটি। খেলার ৭ মিনিটে ফিলিপ ফোডেনের গোলে ডেডলক ভাঙে অতিথিরা। রিয়াদ মাহরেজের অ্যাসিস্ট থেকে ঠান্ডা মাথায় বল জালে জড়ান এই ইংলিশ মিডফিল্ডার। এরপর প্রথমার্ধে সিটিজেনদের আটকে রাখে ব্রিস্টল সিটি।

দ্বিতীয়ার্ধের ৭৪ মিনিটে ফিলিপ ফোডেন আবারও গোল করলে ২-০ ব্যবধানের লিড পায় অতিথিরা। আর ৮১ মিনিটে কেভিন ডি ব্রুইনার অসাধারণ গোলে স্কোরলাইন ৩-০ করে ম্যানচেস্টার সিটি। গ্রিলিশের থ্রু পাস থেকে ডি-বক্সের অনেকটা বাইরে থেকে নেয়া জোরালো শটে বল জালে জড়ান তিনি।

/এমএন

Exit mobile version