Site icon Jamuna Television

ঢাকায় এসে বিশেষ ট্রেনিং সেশনে যোগ দিলেন সাবেক বিশ্বসেরা ব্যাডমিন্টন তারকা চ্যান

বাংলাদেশে এসেছেন বিশ্বের সাবেক নম্বর ওয়ান ব্যাডমিন্টন তারকা চ্যান চং মিং। রাজধানীর ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার (আইএসডি) উদ্যোগে এক বিশেষ ট্রেনিং সেশনে আমন্ত্রণ জানানো হয় মালোয়শিয়ান এই তারকাকে। কমনওয়েলথ গেমসে তিনবার স্বর্ণপদক জিতেছেন তিনি।

ব্যাডমিন্টনের দুনিয়ায় ইনডোর গেমসে চ্যান চং মিং দীর্ঘসময় রাজত্ব করেছেন। ব্যাডমিন্টন কোর্টেই তার জীবনের অনেকটা সময় কেটেছে। সেই চং মিং প্রথমবারের মতো এলেন ঢাকায়।

আইএসডিতে চ্যান চং মিং এর তত্ত্বাবধানে আয়োজন করা হয়েছে বিশেষ ট্রেনিং সেশন। যেখানে পাঁচ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য পাঁচটি সেশনে ব্যাডমিন্টন ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। বললেন, এদেশের তরুণ-কিশোরদের সম্ভাবনা আছে।

লাল-সবুজের দেশে এসে এই ব্যাডমিন্টন তারকার মনে ধরেছে দেশীয় খাবার। মুগ্ধ হয়েছেন মানুষের ব্যবহারেও।
স্কুল শিক্ষার্থী ছাড়াও প্রাপ্তবয়স্কদের জন্য দুইটি সেশন অনুষ্ঠিত হচ্ছে। নির্ধারিত ফি পরিশোধ করে এই সুযোগ গ্রহণ করেছেন অনেকেই।

চ্যান চং মিং এথেন্স অলিম্পিক গেমস ২০০৪ এবং চারবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য কোয়ালিফাই করেছিলেন। তিনবার ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্বও আছে তার।

/এমএন

Exit mobile version