ইংলিশ প্রিমিয়ার লিগে এবারের মৌসুমটা খুব একটা ভালো কাটছে না লিভারপুলের। লিগ টেবিলে ৭ নম্বরে রয়েছে গেলোবারের রানার্সআপরা। হারের ক্ষত ভুলে জয়ে ফিরতে উলভারহ্যাম্পটনের বিপক্ষে রাতে মাঠে নামবে অলরেডরা। চলতি মৌসুমে নিজেদের হারিয়ে খোঁজা অলরেডদের লক্ষ্য থাকবে ঘরের মাঠে পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করা।
নিজেদের মাঠ অ্যানফিল্ডে উলভারহ্যাম্পটনকে আতিথ্য জানাবে লিভারপুল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বুধবার (১ মার্চ) দিবাগত রাত ২ টায়। পয়েন্ট টেবিলে এগিয়ে যেতে উলভারহ্যাম্পটনের বিপক্ষে জয়ের বিকল্প নেই ইয়্যুর্গেন ক্লপ শিষ্যদের সামনে। এই ম্যাচে ইনজুরির কারণে ফরোয়ার্ড দারউইন নুনেজ, উইঙ্গার লুইস দিয়াজ ও সেন্টার ব্যাক ইব্রাহিম কোনাতের সার্ভিস পাচ্ছেন না ইয়ুর্গেন ক্লপ। মোহাম্মাদ সালাহ, জটার ওপর আস্থা রাখছেন এই জার্মান কোচ।
পয়েন্ট টেবিলে ২৩ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে সাতে অবস্থান লিভারপুলের। সবশেষ ম্যাচে এভারটনের সাথে গোলশুন্য ড্র-ই সঙ্গী হয় তাদের। তবে ইপিএলে শেষ তিন খেলায় হার নেই অলরেডদের। যা নিজেদের ঘুরে দাঁড়ানোর বড় টনিক হিসেবে দেখছেন কোচ ইয়্যুর্গেন ক্লপ। তাই উলভসের বিপক্ষে জয় প্রত্যাশা করছেন এ কোচ।
/আরআইএম/এমএন

