Site icon Jamuna Television

ইংল্যান্ডের বিরুদ্ধে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার (১ মার্চ) বেলা ১২টায় শুরু হতে যাচ্ছে ম্যাচটি। সিরিজের প্রথম ওয়ানডে জয়ের জন্য শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে টাইগাররা। ইংল্যান্ডের বিপক্ষে দুই পেসার ও তিন স্পিনার নিয়েই মাঠে নেমেছে টিম বাংলাদেশ।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ। বিশ্বকাপ নিশ্চিত হয়ে গেলেও দুই দলই চাইবে প্রতি ১০ পয়েন্ট নিশ্চিত করে নিজেদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে নিতে। বিশ্বসেরা ইংল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত ২১ ওয়ানডে ম্যাচ খেলেছে টাইগাররা। যেখানে বাংলাদেশ জিতেছে কেবল ৪টিতে। বাকি ১৭টিতেই জয় ইংল্যান্ডের।

ইংল্যান্ড বাদে সবগুলো দলের বিপক্ষে বাংলাদেশ কোনো না কোনো সংস্করণে সিরিজ জিতেছে। এবার ইংল্যান্ডকে হারালে বাংলাদেশের সিরিজ জয়ের বৃত্ত পূর্ণ হবে। ঘরের মাঠে ইংল্যান্ডকে ১০ ম্যাচে আতিথেয়তা দিয়েছে বাংলাদেশ। ম্যাচ জিতেছে ২টি। হেরেছে বাকি ৮টিতে।

বাংলাদেশ দলের একাদশ:

লিটন দাস, তামিম ইকবাল (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম।

ইংল্যান্ড দলের একাদশ:

জেসন রয়, ফিলিপ সল্ট, ডেভিড মালান, জেমস ভিন্স, উইল জ্যাকস, জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), মঈন আলি, ক্রিস ওকস, আদিল রশিদ, জফরা আর্চার, মার্ক উড।

/আরআইএম

Exit mobile version