Site icon Jamuna Television

জঙ্গিদের পুরোপুরি নির্মূল করা যায়নি, তবে গোয়েন্দা সংস্থা তৎপর: স্বরাষ্ট্রমন্ত্রী

জঙ্গিদের পুরোপুরি নির্মূল করা যায়নি। তবে গোয়েন্দা সংস্থাগুলো এ বিষয়ে তৎপর রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

বুধবার (১ মার্চ) সকালে পুলিশ মেমোরিয়াল ডে এর আলোচনা সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। বলেন, জঙ্গিবাদের উত্থান একটি বৈশ্বিক সংকট। তবে জঙ্গিরা যেন মাথাচাড়া দিয়ে না উঠতে পারে সেজন্য গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে।

বাংলা একাডেমিতে হামলার চিঠি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ রকম অনেক উড়ো চিঠি আসে। এগুলোর কোনো ভিত্তি নেই।

নির্বাচনী পাল্টাপাল্টি কর্মসূচির বিষয়ে আসাদুজ্জামান খান বলেন, নির্বাচনের সময়ে সব রাজনৈতিক দল মাঠে থাকে। দলকে নানাভাবে উজ্জীবিত করে, এটাকে রাজনৈতিক অঙ্গণে উতপ্ত বলা যাবে না।

/এমএন

Exit mobile version