Site icon Jamuna Television

হাঁটুর ইনজুরিতে মাঠের বাইরে থিয়াগো সিলভা

ছবি: সংগৃহীত

হাঁটুর চোটের কারণে মাঠের বাইরে চলে গেছেন চেলসির ব্রাজিলিয়ান সেন্টারব্যাক থিয়াগো সিলভা। কবে নাগাদ তিনি মাঠে ফিরতে পারবেন, তা নিয়ে স্পষ্ট কিছু জানায়নি তার ক্লাব। স্কাই স্পোর্টসের খবর।

এক বিবৃতিতে চেলসি জানিয়েছে থিয়াগো সিলভার হাঁটুর লিগামেন্ট ক্ষতিগ্রস্থ হওয়ার কথা। টটেনহ্যামের বিরুদ্ধে ম্যাচের ১৯ মিনিটেই চোটে আক্রান্ত হয়ে মঠ ছাড়েন ৩৮ বছর বয়সী এই ডিফেন্ডার। তার বদলে নামেন ওয়েসলি ফোফানা। ম্যাচটিতে ০-২ গোলে হেরেছে চেলসি। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, প্রায় ৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে ব্রাজিলিয়ান এই ডিফেন্ডারকে।

দুঃসময়ে সিলভার ছিটকে যাওয়ায় আরও সঙ্কটে পড়েছে ইংলিশ ক্লাবটি। চলতি মৌসুমে ২৭টি ম্যাচ খেলেছেন থিয়াগো সিলভা। সব প্রতিযোগিতা মিলিয়ে নিজেদের সবশেষ ১৫টি ম্যাচের মাত্র দু’টিতে জিতেছে দ্য ব্লুজ। কোচ গ্রাহাম পটারের চাকরিও চলে যেতে পারে যেকোনো মুহূর্তে- এমনটি জানিয়েছে ডেইলি মেইল।

আরও পড়ুন: অপহরণ ও অত্যাচারের অভিযোগে তদন্তের মুখোমুখি পিএসজি প্রেসিডেন্ট

/এম ই

Exit mobile version