Site icon Jamuna Television

যুদ্ধাপরাধের অভিযোগ তদন্তে আইসিসি’র একটি দল ইউক্রেনে

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তদন্তে ইউক্রেন সফরে গিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) একটি দল। যার নেতৃত্বে রয়েছেন প্রধান কৌসুলি করিম খান। খবর বার্ত সংস্থা রয়টার্সের।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) কিয়েভে প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কির সাথে সাক্ষাৎ করেন তিনি।

ইউক্রেনে ড্রোন ও মিসাইল হামলায় শত শত বেসামরিক মানুষকে হত্যার অভিযোগ রয়েছে রুশ সেনাদের বিরুদ্ধে। মস্কোর যুদ্ধাপরাধের অন্তত ৭০ হাজার কেস লিপিবদ্ধ করা হয়েছে বলে দাবি কিয়েভের। তবে বরাবরের মতোই মস্কোর দাবি, সাধারণ মানুষ নয়, ইউক্রেনের সামরিক বাহিনীই তাদের হামলার একমাত্র লক্ষ্যবস্তু।

এদিকে, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় প্রদেশ বাখমুত দখলে মরিয়া রাশিয়া। এরইমধ্যে চারপাশ থেকে ঘেরাও করার পাশাপাশি বোমা-মিসাইল ছুড়ছে মস্কো। বেসামাল পরিস্থিতির কথা স্বীকার করেছে ইউক্রেনের পদাতিক বাহিনীও। তারা জানিয়েছে, লোকালয় বর্তমানে রুশবহরের টার্গেট। প্রদেশের উত্তরাঞ্চলীয় দুটি গ্রামের বেসামরিক স্থাপনায় মঙ্গলবারও (২৮ ফেব্রুয়ারি) ৬০ দফা গোলাবর্ষণ করা হয়েছে।

ইউএইচ/

Exit mobile version