Site icon Jamuna Television

৯ বছরের সম্পর্কের ইতি, আলাদা হওয়ার সিদ্ধান্ত নুসরাত ফারিয়ার

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। ২০২০ সালের ২১ মার্চ রনি রিয়াদ রশীদের সঙ্গে আংটি বদল করেছিলেন তিনি। করোনার সময় ফারিয়া জানিয়েছিলেন, মহামারি কেটে গেলে ধুমধাম করে বিয়ে আনুষ্ঠানিকতা করবেন। তবে আড়াই বছর পর বিচ্ছেদের কথা জানালেন তিনি। অর্থাৎ রনির সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন না ঢাকাই সিনেমার এই চিত্রনায়িকা।

বুধবার (১ মার্চ) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়টি নিশ্চিত করেন ফারিয়া।

ফেসবুক পোস্টে নুসরাত ফারিয়া লিখেছেন, তিন বছর আগে এই দিনে আমরা আমাদের বাগদানের ঘোষণা দিয়েছিলাম। অনেক ভেবেচিন্তে আমি ও রনি দীর্ঘ ৯ বছরের সম্পর্ক ছিন্ন করে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও লেখেন, আমরা ভাগ্যবান, আমাদের মধ্যে দারুণ একটি বন্ধুত্ব ও বোঝাপড়া রয়েছে। যেটা সারা জীবনই থাকবে। আমার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা, আমার এই কঠিন সময়ে আপনারা আমার জন্য দোয়া করবেন।

নুসরাত ফারিয়ার এই পোস্টের মন্তব্যের ঘরে অনেকেই সমবেদনা জানিয়েছেন। তবে সে সবের উত্তরে কিছুই জানাননি এই নায়িকা। রনির সঙ্গে বিচ্ছেদের কথা জানিয়ে তিনি আগেই জানিয়েছিলেন, আমাদের নিজেদের ভেতরে কোনো সমস্যা নেই, কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, কখনো হয়নি। কিন্তু বিয়েটা আর হচ্ছে না।

ইউএইচ/

Exit mobile version