Site icon Jamuna Television

রাস্তা ছেড়ে বাস এবার সিনেমা হলে!

এবার রাজধানীতে রাস্তা ছেড়ে বাস ঢুকে গেলো সিনেমা হলে। আজ সোমবার সকাল সাড়ে ১১টার পর মতিঝিলের মধুমিতা সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোনালী ব্যাঙ্কের স্টাফ বাসটি হঠাৎ ব্রেক ফেল করে মধুমিতা সিনেমা হলের ভেতর ঢুকে যায়। এতে তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।

সম্প্রতি জাবালে নূরের একটি বেপরোয়া বাস কুর্মিটোলার সামনে দুই শিক্ষার্থীর প্রাণ কেড়ে নেয়। এঘটনায় ৯ দফা দাবিতে তিনদিন ধরে আন্দোলন করছে শিক্ষার্থীরা।

যমুনা অনলাইন: এফএম

Exit mobile version