Site icon Jamuna Television

দলে নতুন তিন মুখ, টি-২০ স্কোয়াড ঘোষণা করলো বাংলাদেশ

ফাইল ছবি

সাকিব আল হাসানকে অধিনায়ক করে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। স্কোয়াড প্রথমবারের মতো ডাক পেয়েছেন তিনজন নতুন ক্রিকেটার।

এবারই প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেন ব্যাটার তৌহিদ হৃদয়, পেসার রেজাউর রহমান রাজা ও স্পিনার তানভীর ইসলাম। সদ্য সমাপ্ত বিপিএলে সর্বোচ্চ উইকেট শিকারের তকমা পেয়েছেন কুমিল্লার তানভীর ইসলাম। এছাড়াও বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে নির্বাচকদের নজর কেড়েছেন হৃদয় ও রাজা। এছাড়াও দলে ফিরেছেন শামিম পাটোয়ারীও।

স্কোয়াডে আছেন যারা: সাকিব আল হাসান, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, নুরুল হাসান সোহান, শামিম পাটোয়ারী ও রনি তালুকদার।

/এসএইচ

Exit mobile version