Site icon Jamuna Television

কর ও বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে শ্রীলঙ্কায় বিক্ষোভ

কর ও বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে শ্রীলঙ্কায়। বুধবার (১ মার্চ) দেশব্যাপী ধর্মঘট পালন করে শ্রমিকরা। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

খবরে বলা হয়, কলম্বো বন্দরের প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেয় প্রায় ২ হাজার মানুষ। বিশাল আকারের করের বোঝা চাপানোর প্রতিবাদ করেন তারা। এদিন বন্ধ ছিল প্রায় সব ব্যাংক-অফিস আদালত। হাসপাতালগুলোতেও সীমিত ছিল চিকিৎসা সেবা।

সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গত ২২ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত পালন করা হয় ‘ব্ল্যাক উইক’। সরকারি-বেসরকারি সব অফিসে কালো পোশাক পরে যান কর্মীরা। ব্যবহার করেন কালো আর্মব্যান্ড। কোথাও কোথাও কালো পতাকাও টাঙানো হয়।

উল্লেখ্য, ফেব্রুয়ারির মাঝামাঝিতে বিদ্যুতের দাম বাড়ানো হয় ৬৬ শতাংশ। সাড়ে ১২ শতাংশ থেকে বাড়িয়ে ৩৬ শতাংশ কর ধার্য করা হয় কর্মজীবীদের ওপর।

ইউএইচ/

Exit mobile version