Site icon Jamuna Television

গবেষণাই আমাদের সাফল্য এনে দিতে পারে সেটা এখন প্রমাণিত: প্রধানমন্ত্রী

গবেষণাই আমাদের সাফল্য এনে দিতে পারে সেটা এখন প্রমাণিত। আমিষ ও খাদ্য উৎপাদনে বাংলাদেশ সফল, যা গবেষণার জন্য হয়েছে। এমন কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ’, ‘এনএসটি ফেলোশিপ’ ও ‘বিশেষ গবেষণা অনুদান’ প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে। সেদিকে লক্ষ্য রেখে কারিগরি ও ভোকেশনাল বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়েছে। তথ্য প্রযুক্তি শিক্ষা নিতে হাইটেক পার্ক নির্মাণ করা হয়েছে। ক্ষমতায় এসে বিজ্ঞান শিক্ষা ও গবেষণার ওপর জোর দেয় সরকার। ১২টা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা হয়েছে।

বাংলাদেশকে উন্নয়নশীল দেশে উন্নীত করতে সক্ষম হয়েছি উল্লেখ করে সরকার প্রধান বলেন, এখানে থেমে থাকলে হবে না। বাংলাদেশের এই অগ্রযাত্রা এগিয়ে নিয়ে যাবে নতুন প্রজন্ম। আমরা কোনোভাবেই পিছিয়ে পড়বো না, কারো কাছে হাত পেতে চলবো না। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে বলেও জানান তিনি।

ইউএইচ/

Exit mobile version