Site icon Jamuna Television

‘জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে কাজ করবে র‍্যাব’

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে মানবাধিকার সমুন্নত রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে কাজ করবে র‍্যাব। এ কথা জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন।

বৃহস্পতিবার (২ মার্চ) সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর এ কথা বলেন তিনি। গ্রেড-১ পদে পদোন্নতি পাওয়ার পর বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান তিনি।

র‍্যাব ডিজি বলেন, নতুন পরিকল্পনা রয়েছে। এর ওপর নিষেধাজ্ঞা শিথিল হতে পারে। বাহিনীর পক্ষ থেকে সকল তথ্য প্রমাণ তুলে ধরা হয়েছে।

ঢাকার আদালত থেকে দুই জঙ্গি পালিয়ে যাওয়ার বিষয়ে র‍্যাবের মহাপরিচালক বলেন, দুই জঙ্গি পালিয়ে যাওয়ার ঘটনায় অবশ্যই আমাদের ব্যর্থতা ছিল। শুধু পুলিশকেও এককভাবে বলি না, এদের সঙ্গে সকলের একটা সমন্বয় থাকার কথা ছিল। এখানে সমন্বয়ের কোথাও অভাব ছিল। যার কারণে এমনটা হয়েছে।

তিনি বলেন, আমি বিশ্বাস করি আপনারা সামনে নিশ্চিত থাকতে পারেন যে আমরা সামনে যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত। আমরা চাইবো আমাদের দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য।

ইউএইচ/

Exit mobile version