Site icon Jamuna Television

খুলনায় দ্বিতীয় দিনের মতো চলছে চিকিৎসকদের কর্মবিরতি

সহকর্মীকে লাঞ্ছিতের প্রতিবাদে খুলনায় সরকারি-বেসরকারি সব হাসপাতালে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন চিকিৎসকরা।

গতকাল চব্বিশ ঘণ্টার কথা বলে প্রতিবাদ শুরু হলেও আজ সকাল ৬টার পরও তা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে ডাক্তারদের সংগঠন, বিএমএ।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন জানিয়েছে, গত ২৫ ফেব্রুয়ারি চিকিৎসা সেবাকে কেন্দ্র করে শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান শেখ নুশাত আবদুল্লাহ’র সাথে কথা কাটাকাটি হয় রোগীর স্বজনদের। এ সময় নুশাত আব্দুল্লাহকে মারধর করেন সাতক্ষীরা জেলা পুলিশের সদস্য নুরুজ্জামান শেখ। পরে তার স্ত্রী ডাক্তারসহ দু’জনের বিরুদ্ধে একটি যৌন নির্যাতনের মামলা করেন। এ ঘটনার প্রতিবাদে সেবা দেয়া বন্ধ রেখেছেন ডাক্তাররা। সেবা না পেয়ে চরম ভোগান্তিতে রোগীরা।

এদিকে, চিকিৎসকের ওপর হামলায় অভিযুক্ত পুলিশ সদস্যকে সাতক্ষীরা পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে।

ইউএইচ/

Exit mobile version