Site icon Jamuna Television

চার বছর পর তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টাইগাররা

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে টাইগাররা সফর করবে নিউজিল্যান্ডে। ওই সফরে টেস্টের পাশাপাশি তিনটি ওয়ানডেও খেলবে তারা।

সূচি অনুযায়ী, প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারি সেডন পার্কে। টেস্টটি দিবা-রাত্রি করার জন্য নিউজিল্যান্ড প্রস্তাব দিলেও দুই দেশের বোর্ডের সাথে মতের মিল না হওয়ায় সেই পরিকল্পনা থেকে সরে আসে দেশটি। এরপর ওয়েলিংটনে ২য় টেস্ট শুরু হবে ৮ মার্চ আর শেষ টেস্টটি হবে ক্রাইস্টচার্চে ১৬ মার্চ।

বাংলাদেশ এর আগে দুইবার তিন টেস্টের সিরিজ খেলেছে। যার প্রথমটি হয়েছিলো ২০০৩ সালে পাকিস্তানের বিপক্ষে, আর ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ।

এদিকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেরও সূচি প্রকাশ করা হয়েছে। ম্যাকলিন পার্কে প্রথম ওয়ানডে হবে ১৩ ফেব্রুয়ারি। আর বাকি ২ ম্যাচ হবে ১৬ আর ২০ ফেব্রুয়ারি ক্রাইস্টচার্চ আর ওটাগো ওভালে।

Exit mobile version