Site icon Jamuna Television

‘এই ম্যাচ প্রতিশোধের নয়, রিয়াল জয়ের জন্যই মাঠে নামবে’

ছবি: সংগৃহীত

এল ক্লাসিকো মহারণ আজ। কোপা দেলরে’র সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে বছরের শুরুতেই দ্বিতীয়বারের মতো মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা। রিয়ালের জন্য প্রতিশোধের ম্যাচও বটে। সবশেষ লড়াইয়ে রিয়াল মাদ্রিদকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জেতে বার্সেলোনা। তবে এই ম্যাচ প্রতিশোধের নয়, জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে বলে মন্তব্য করেছেন রিয়াল কোচ কার্লো আনচেলেত্তি।

নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে বার্সেলোনাকে আতিথ্য জানাবে রিয়াল মাদ্রিদ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২ মার্চ) দিবাগত রাত ২ টায়। স্প্যানিশ সুপার কাপে বার্সেলোনার কাছে ৩-১ গোলের পরাজয়ের ক্ষত এখনও শুকায়নি লস ব্লাঙ্কসদের।

এই ম্যাচকে প্রতিশোধের ম্যাচ বলতে নারাজ উল্লেখ করে কার্লো আনচেলেত্তি জানান, বার্সেলোনার বিপক্ষে সবসময় উত্তেজনাপূর্ণ ম্যাচ হয়। আর সেখানে নিজেদের সেরাটা দেয়াল বিকল্প নেই।

রিয়াল কোচ বললেন, ছেলেরা শিরোপার খুব কাছাকাছি। তারা সেটা জিততে চায়। আশা করছি, ভালো একটা ম্যাচ হবে।

এই মাসেই আরও একবার মুখোমুখি হবে দুই দল। সেটা অবশ্য লা লিগায়। আপাতত, কোপা দেলরে’র সেমিফাইনালের প্রথম লেগ জিতে কে এগিয়ে থাকে সেটিই দেখার বিষয়।

/আরআইএম/এমএন

Exit mobile version