Site icon Jamuna Television

বিদ্যুতের দাম বৃদ্ধিতে কৃষকের আয় ও জীবনযাত্রায় সমস্যা হবে: কৃষিমন্ত্রী

বিদ্যুতের দাম বাড়ায় কৃষকদের আয় ও জীবনযাত্রায় সমস্যা হবে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তবে, এতেও কৃষি উৎপাদন কমবে না দাবি করেন তিনি। বলেন, বিয়ের গয়না বিক্রি করে হলেও কৃষকরা উৎপাদন অব্যাহত রাখবেন।

বৃহস্পতিবার (২ মার্চ) সচিবালয়ে নেদারল্যান্ডের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। বলেন, খাদ্য উত্পাদনে প্রধানমন্ত্রী সর্ব্বোচ গুরুত্ব দিয়ে থাকেন। আন্তর্জাতিক বাজারে সারের দাম বাড়লেও এক্ষেত্রে ভর্তুকি দেয়া হচ্ছে।

জেলে থেকেও খালেদা জিয়া রাজনীতি করতে পারেন বলে এ সময় মন্তব্য করেন ড. আব্দুর রাজ্জাক। বলেন, সত্যিকারের রাজনীতিবিদ হলে তো সব জায়গা থেকে রাজনীতি করতে পারে। খোমেনি থেকে লালু প্রসাদ সবাই জেলে থেকে রাজনীতি করেছে। তবে খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন না।

কৃষিমন্ত্রী আরও বলেন, খালেদা জিয়া রাজনীতি না করার জন্য মুচলেকা দিয়েছেন কিনা জানি না। তারেক জিয়া মুচলেকা দিয়েছিলেন। জেল থেকে তো আর বক্তৃতা-বিবৃতি দিতে পারে না। সে গোপন চিঠি দিতে পারে, নির্দেশনা দিতে পারে।

এদিকে, নেদারল্যান্ডের প্রতিনিধিদলের সাথে বৈঠকে বাংলাদেশ থেকে ফলমূল রফতানির বিষয়ে কথা হয়েছে বলে জানান তিনি।

/এমএন

Exit mobile version