Site icon Jamuna Television

আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় ট্রাক ড্রাইভারের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে ট্রাক চাপায় আমির হোসেন (৬০) নামে এক চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে উপজেলার বান্দায়খাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত আমির হোসেন নাটোর জেলার বড়ই গ্রামের মৃত দিলবর রহমানের ছেলে।

রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে ট্রাক নিয়ে বান্দাইখাড়া বাজারে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী ছাউনী সরাসরি ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হয় ট্রাক চালকের মৃত্যু হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। আপাতত মরদেহ পুলিশি হেফাজতে রয়েছে এবং ট্রাকটি উদ্ধারের কাজ চলছে।

এটিএম/

Exit mobile version