Site icon Jamuna Television

গাইবান্ধায় ২৫ ব্যক্তিকে মুক্তিযোদ্ধার তালিকাভুক্ত করার প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধা প্রতিনিধি: 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ২৫ জন অমুক্তিযোদ্ধাকে মুক্তিযোদ্ধার তালিকায় অন্তভুক্ত করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড গোবিন্দগঞ্জ উপজেলা শাখার যৌথ আয়োজনে পৌরসভার চতুরঙ্গ মোড়ে আয়োজিত এ মানববন্ধনে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তানসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। 

মানববন্ধনে বক্তারা বলেন, ২০২২ সালে উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেনের নেতৃত্বে উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি স্বাধীনতার ৫২ বছর পর ২৫ জন অমুক্তিযোদ্ধাকে মুক্তিযোদ্ধা বানানোর জন্য মনগড়াভাবে রাতের অন্ধকারে একটি তালিকা জামুকায় প্রেরণ করেছে। যারমধ্যে তৎকালীন পাকিস্তান আমলের চাকুরীজীবীও রয়েছেন।

এ বিষয়ে জানতে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেনের সাথে ফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল হোসেন আজাদ, সাবেক ডীপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম পান্না, বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মিয়া আসাদুজ্জামান হিরু, শহীদ পরিবারের সন্তান মোস্তাফিজুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি শেখ আলী মোহাম্মদ গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক সামিউল ইসলাম নোমান প্রমুখ।

/এসএইচ

Exit mobile version