Site icon Jamuna Television

বার্ডফ্লুয়ের বাড়াবাড়ি, আর্জেন্টিনায় বন্ধ পোল্ট্রি রফতানি

বার্ডফ্লুর কারণে পোল্ট্রি রফতানি বন্ধ করা হয়েছে দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনায়। মঙ্গলবার (১ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছে দেশটির কৃষি সচিব জুয়ান জোস। খবর রয়টার্সের।

আর্জেন্টিনার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ রিও নিগ্রোতে এ রোগ শনাক্ত হয়েছে। ইতোমধ্যে ২৫ প্রজাতির বন্য পাখি আক্রান্ত হয়েছে বার্ডফ্লুতে। তাই এ রোগ ছড়িয়ে পড়ার শঙ্কায় বিভিন্ন দেশে বন্ধ করা হয়েছে পোল্ট্রি রফতানি।

কর্তৃপক্ষ জানায়, গত মাসের মাঝামাঝি সময়ে ধরা পড়ে রোগটি। তারপরই সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। পাশাপাশি দেশটির বাসিন্দাদের সতর্কও করে প্রশাসন।

ধারণা করা হচ্ছে, বার্ডফ্লুর প্রভাবে আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে দেশটির পোল্ট্রি খাত। প্রতি বছর পোল্ট্রি রফতানি করে প্রায় সাড়ে তিনশো মিলিয়ন ডলারের বেশি আয় করে দেশটি। এ বছর সেই অঙ্ক নিম্নমুখী হতে পারে আশঙ্কা করা হচ্ছে।

এসজেড/

Exit mobile version