Site icon Jamuna Television

নেত্রকোণায় বাস চাপায় স্বামী-স্ত্রী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট, নেত্রকোণা:

নেত্রকোণার আটপাড়ায় বাসচাপায় আজাহারুল ইসলাম (৪৪) ও চায়না চৌধুরী (৩৪) নামের এক দম্পতি নিহত হযেছেন। বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে নেত্রকোণা-মদন সড়কের মাটিকাটা-কৃষ্ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দম্পতির গ্রামের বাড়ি জেলার খালিয়াজুরি উপজেলার মেন্দিপুর ইউনিয়নের সাতগাও গ্রামে। নেত্রকোণা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ফকরুজ্জামান জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আজাহারুল ইসলাম তার স্ত্রীকে নিয়ে নেত্রকোণা থেকে মোটরসাইকেলে করে খালিয়াজুরির উদ্দেশে যাচ্ছিলেন। পথে মাটিকাটা-কৃষ্ণপুর এলাকায় পৌঁছলে পেছন থেকে আসা একটি বাস তাদের চাপা দেয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এটিএম/

Exit mobile version