Site icon Jamuna Television

ফিটনেস সমস্যার কারণে দলে জায়গা হয়নি নাসিরের, ইঙ্গিত নান্নুর

ছবি: সংগৃহীত

সদ্য সমাপ্ত বিপিএলে ঢাকা ডমিনেটর্সের অধিনায়কের দায়িত্ব পালন করেন নাসির হোসেন। ১২ ম্যাচে ব্যাট হাতে ৩৬৬ রান ও বল হাতে ১৬ উইকেট শিকারের পরও বাংলাদেশ টি-টোয়েন্টি দলে জায়গা হয়নি অভিজ্ঞ অলরাউন্ডার নাসির হোসেনের। ফিটনেসে সমস্যার কারণে দলে তার জায়গা হয়নি- এমন ইঙ্গিত প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর।

বুধবার (১ মার্চ) ইংল্যান্ড সিরিজের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। সদ্য ঘোষিত এ স্কোয়াডে নির্বাচকরা রেখেছেন দারুণ সব চমক। টি-টোয়েন্টি স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন তৌহিদ হৃদয়, রেজাউর রহমান রাজা ও তানভীর ইসলাম। এছাড়া সদ্য সমাপ্ত বিপিএলে পারফরমেন্সের সুবাদে দলে ডাক পেয়েছেন রনি তালুকদার ও শামীম হোসেন পাটোয়ারী। স্কোয়াডে জায়গা হয়নি শুধু ঢাকার হয়ে দুর্দান্ত অলরাউন্ড পারফর্ম করা নাসির হোসেনের।

যমুনা টিভির মুখোমুখি হয়ে প্রধান নির্বাচক বলেন, বয়স কোনো ব্যাপার না। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ফিটনেস। কারণ, এখন আন্তর্জাতিক ক্রিকেটে প্রচুর পরিমাণে ম্যাচ থাকে। তার সাথে সাথে খেলোয়াড়রা ফ্র্যাঞ্চাইজি লিগ ঘরোয়া ক্রিকেটও খেলেন। এরমধ্যে ফিটনেস ধরে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। এ জায়গায় নিজেকে ফিট রাখতে পারাটাই গুরুত্বপূর্ণ।

নান্নু আরও বলেন, আমরা নির্বাচক প্যানেলের সাথে অনেক ব্যাপার নিয়েই আলোচনা করে এরপরই সিদ্ধান্ত নিয়েছি।

/আরআইএম

Exit mobile version