Site icon Jamuna Television

রান্নার প্রতিযোগিতায় দোকানের বিরিয়ানি আনলেন প্রতিযোগী

ছবি: সংগৃহীত

সেরা রাঁধুনী নির্বাচনের প্রতিযোগিতায় দোকানের বিরিয়ানি নিয়ে হাজির হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছেন পাকিস্তানি এক নারী। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস‘র।

পাকিস্তানি কুকিং শো ‘দ্য কিচেন মাস্টার’-এ এমন কাণ্ড ঘটিয়েছেন ওই তরুণী। অনুষ্ঠানের নিয়ম অনুসারে, প্রতিযোগীরা নিজের হাতে তৈরি খাবার নিয়ে আসবেন। আর বিচারকরা সেটি টেস্ট করে দেখবেন।

কিন্তু ওই তরুণীর দাবি, তাকে বলা হয়নি নিজের হাতে রান্না করা খাবারই আনতে হবে। এ জন্য ‘এলাকার সেরা দোকানের বিরিয়ানি’ এনেছেন তিনি।

ভুলের বিষয়টি তরুণীকে ধরিয়ে দেন সামনে বসা তিন বিচারক। কিন্তু ওই তরুণী তাদের কথা মানতে নারাজ। বিচারকদের সাথে উল্টো তর্ক শুরু করেন ওই নারী।

ওই বিরিয়ানি কিনতে কীভাবে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে এবং সেই খাবার বিচারকদের সামনে আনতে কত কষ্ট করতে হয়েছে সেসব কথা বলতে থাকেন তিনি। বিচারকরা বারবার তাকে চলে যেতে বললেও উঠছিলেন না ওই তরুণী। একপর্যায়ে রেগে এক বিচারক নিজেই বেরিয়ে যান।

/এনএএস

Exit mobile version