Site icon Jamuna Television

সাতক্ষীরায় চিকিৎসা না পেয়ে হাসপাতালেই রোগীর মৃত্যুর অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা না পেয়ে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২ মার্চ) বিকেল ৪টার দিকে ওই রোগীর মৃত্যু হয়। এর আগে বেলা ১২টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করানো হলেও চিকিৎসা দেয়া হয়নি বলে অভিযোগ করছে রোগীর স্বজনরা। নিহত ওহাব শেখ (৬০) যশোরের কেশবপুর উপজেলার হাসানপুর গ্রামের মৃত জহুর আলীর ছেলে।

রোগীর স্বজনরা জানান, ইটভাটায় কাজ করার সময় বেলা ১১টার দিকে আহত হন ওহাব শেখ। এ ঘটনার পর তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। তবে ভর্তির পর থেকে কোনো চিকিৎসক রোগীকে পর্যবেক্ষণ করেননি অভিযোগ স্বজনদের। বার বার ডাকলেও নার্সরাও কেউ আসেনি বলে জানান তারা। এরপর বিকেল ৪টার দিকে মারা যায় রোগী।

তবে এ অভিযোগের বিষয়ে মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শীতল চৌধুরী বলেন, এমন হওয়ার কথা নয়। চিকিৎসক বা নার্স অবশ্যই রোগীকে দেখবে। রোগীর পরিবারের কেউ অভিযোগ দিলে কারো দায়িত্বে অবহেলা রয়েছে কিনা সেটি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

এসজেড/

Exit mobile version