Site icon Jamuna Television

সৌদি প্রো লিগে ফেব্রুয়ারির সেরা খেলোয়াড় রোনালদো

ছবি: সংগৃহীত

সৌদি প্রো লিগে ফেব্রুয়ারি মাসের সেরা খেলোয়াড় মনোনীত হয়েছেন তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। আল নাসর ক্লাবের হয়ে ম্যাচ জয়ী পারফরমেন্সের পুরস্কার হিসেবেই তিনি মাস সেরা মনোনীত হয়েছেন।

গত ৩ ফেব্রুয়ারি আল ফাতেহর সাথে ২-২ গোলের ড্রয়ের ম্যাচটিতে শেষভাগে পেনাল্টি থেকে রোনালদো নিজের তৃতীয় ম্যাচে প্রথম লিগ গোল করেন। চারদিন পর রোনালদো মৌসুমে সেরা পারফরমেন্স দেখিয়ে হ্যাটট্রিকসহ চার গোল করেন।

এর মাধ্যমে রোনালদো ক্যারিয়ারে ৫০০ লিগ গোলের মাইলফলক ছাড়িয়ে গেছেন। রোনালদোর চার গোলে আল ওয়েহদাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছেন আল নাসর।

১৭ ফেব্রুয়ারি আল-টাউনের বিরুদ্ধে রোনালদো আল নাসরের ২-১ গোলের জয়ের ম্যাচটিতে দু’টি গোলই করেছেন। এরপর ডালমাকের বিপক্ষে আবারও হ্যাটট্রিক করেছেন, ম্যাচটিতে রোনালদোর দল ৩-০ গোলে জয়ী হয়।

/এনএএস

Exit mobile version