Site icon Jamuna Television

দুই জার্মান কূটনীতিককে বহিষ্কার করলো ইরান

ছবি : সংগৃহীত

‘অভ্যন্তরীণ ও বিচারবিভাগীয় কাজে’ হস্তক্ষেপের অভিযোগে দুই জার্মান কূটনীতিককে বহিষ্কার করেছে ইরান। একইসাথে দেশটিতে তাদের ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হয়েছে। বুধবার (১ মার্চ) এ নির্দেশ দেয় তেহরান। খবর রয়টার্সের।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানির বরাত দিয়ে খবরে বলা হয়েছে, জার্মান সরকারের সাম্প্রতিক হস্তক্ষেপমূলক এবং দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপের জবাবে ওই দুই কূটনীতিককে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে তেহরানে জামশিদ শারমাহদ নামে এক ইরানি-জার্মান নাগরিককে সাজার প্রতিক্রিয়ায় জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় বার্লিনে ইরানি দূতাবাস থেকে দুই কূটনীতিককে বহিষ্কার করে। সেই ঘটনার কয়েকদিন পর এ পদক্ষেপ নেয়া হয়।

তেহরানের দাবি, জামশিদ যুক্তরাষ্ট্রভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠীর নেতা। তিনি ২০০৮ সালে একটি মসজিদে বোমা হামলায় জড়িত। ওই হামলায় ১৬ জন নিহত এবং শতাধিক আহত হয়েছিল। এছাড়া, জামশিদ ও সঙ্গীরা ইরানের বিরোধী দলগুলোকে সমর্থন করে বিদেশে টেলিভিশন চ্যানেল চালায়। আদালতে হামলার পাশাপাশি ইরানজুড়ে আরও ‘সন্ত্রাসী’ অভিযানের পরিকল্পনার জন্যও দোষী সাব্যস্ত হয়েছিলেন তিনি।

এদিকে জার্মানি জামশিদের সাজাকে ‘অগ্রহণযোগ্য’ বলে নিন্দা করেছিল এবং তার মুক্তির আহ্বান জানিয়েছিল।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেন, সবসময় সহযোগিতামূলক আচরণে জোর দেয় ইসলামি প্রজাতন্ত্র ইরান। তবে কেউ যদি আমাদের দেশের মৌলিক নীতি এবং জাতীয় শাসনকে উপেক্ষা করতে চায়, তবে নতুন বিকল্প সংজ্ঞায়িত করা অনিবার্য। জার্মান রাষ্ট্রদূতকে তলব করে বহিষ্কারের বিষয়টি জানানো হয়েছে।

এএআর/

Exit mobile version