Site icon Jamuna Television

বশেমুরবিপ্রবির ৪ শিক্ষার্থী বহিষ্কার

ছবি : সংগৃহীত

স্টাফ করেসপনডেন্ট, গোপালগঞ্জ:

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দলিলুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী জসিম উদ্দিন, আব্দুল বারী সজীব, ইসরাফিল রাহাত রাফি এবং রসায়ন বিভাগের কাজী আমান অভ্র।

অফিস আদেশে উল্লেখ করা হয়, ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে ২ বিভাগের মধ্যে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনাটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে এসেছে। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী বিষয়টি যথাযথভাবে তদন্ত করা হবে। বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার স্বার্থে উল্লেখিত শিক্ষার্থীদের বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. কামারুজ্জামান বলেন, অধিকতর তদন্ত করে এ ঘটনায় যতজনের সংশ্লিষ্টতা পাওয়া যাবে, তাদের সবার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এএআর/

Exit mobile version