Site icon Jamuna Television

আত্মঘাতী গোলে বার্সার কাছে হারলো রিয়াল

কোপা দেলরে’র সেমিফাইনালের প্রথম লেগে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ১-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। রিয়াল ডিফেন্ডার এলডার মিলিতাও এর আত্মঘাতী গোলে জয় পেয়েছে বার্সা।

হারলেও সান্তিয়াগো বার্নাব্যুতে বার্সেলোনার বিপক্ষে দাপুটে ছিল রিয়াল মাদ্রিদ। শুরুতেই লুকা মড্রিচের আক্রমণ লক্ষ্য ভ্রষ্ট হয়। এরপর বার্সেলোনার জালে বলও জড়িয়ে ছিল লস ব্লাঙ্কোসরা। কিন্তু ভিনিসিয়াসের অ্যাসিস্টে বেনজেমার সেই গোল বাতিল হয় অফসাইডের ফাঁদে। ২৬ মিনিটে রিয়ালের ডেরায় আক্রমণ করে বার্সা মিডফিল্ডার কেসি। তার শট গোলরক্ষক কোর্তোয়া ঠেকিয়ে দিলেও ফিরতি বল রিয়াল ডিফেন্ডার মিলিতাওয়ের পায়ে লেগে জালে জড়িয়ে যায়।

এরপর সমতায় ফেরার একাধিক চেষ্টা করে রিয়াল ব্যর্থ হলে জয়ী বেশে মাঠ ছাড়ে বার্সেলোনা। আগামী ৫ এপ্রিল রাতে দ্বিতীয় লেগে আবারও মুখোমুখি হবে দুই দল।

/এমএন

Exit mobile version