Site icon Jamuna Television

গ্রিসে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫৭, রেলকর্মীদের কর্মবিরতি

সিএনএন থেকে নেয়া ছবি।

গ্রিসে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ জনে। উদ্ধারকারীরা এ তথ্য নিশ্চিত করেছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তরের জন্য ডিএনএ পরীক্ষা করা হচ্ছে। ধ্বংসস্তূপে মরদেহ সন্ধানে এখনও চলছে উদ্ধারকাজ। খবর সিএনএনের।

এদিকে, মর্মান্তিক দুর্ঘটনার জেরে দেশজুড়ে ছড়িয়েছে উত্তেজনা। কর্মবিরতির ঘোষণা দিয়েছে গ্রিসের রেলবিভাগের কর্মীরা। এছাড়া রাজধানী এথেন্স, লারিসাসহ বেশ কয়েকটি শহরে ছড়িয়েছে বিক্ষোভ। রেলপথ উন্নয়নে সরকারের যথাযথ পদক্ষেপ এবং বিনিয়োগ নেই বলে অভিযোগ বিক্ষোভকারীদের। ক্ষোভ প্রকাশ করছে রেল কোম্পানিগুলোর বিরুদ্ধেও।

এর আগে, মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাতে সাড়ে তিনশ যাত্রীসহ একটি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয় মালবাহী এক ট্রেনের সাথে। দুমড়ে মুচড়ে যাওয়া বগি থেকে আগুন ছড়িয়ে ঘটে বিপুল এ হতাহতের ঘটনা।

/এসএইচ

Exit mobile version