Site icon Jamuna Television

নির্দিষ্ট নিয়মের শর্তে হলেও পদ্মা সেতুতে বাইক চলাচল উন্মুক্তের দাবি বাইকারদের

জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বাইকাররা।

নির্দিষ্ট নিয়মের শর্তে হলেও পদ্মা সেতু বাইক চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়ার দাবি জানিয়েছেন বাইকাররা। তাদের অভিযোগ, জনবিরোধী মোটর সাইকেল চলাচল নীতিমালার মাধ্যমে বাইকারদের গতি নয়, উন্নয়নের গতি রোধ করা হচ্ছে।

শুক্রবার (৩ মার্চ) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। মানববন্ধনে বিভিন্ন বাইকার সংগঠনের প্রতিনিধারা অংশ নেন।

তারা জানান, বাইকারদের ওপর চাপিয়ে দেয়া আইন শিথিল করতে হবে। জনবিরোধী মোটর সাইকেল চলাচল নীতিমালা প্রত্যাহারের দাবিও জানানো হয় মানববন্ধন থেকে। এ সময় বাইকারবিরোধী নীতিপ্রণয়নের চেষ্টা বন্ধের আহ্বান জানান বাইকাররা।

বাইকাররা আরও বলেন, মহাসড়কে মটর সাইকেল চলাচল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। সড়কে মৃত্যর মিছিলের জন্য বাইকাররা দায়ী নয়। গতি কিংবা সিসি নিয়ন্ত্রণ করে দুর্ঘটনা রোধ সম্ভব নয় বলেও মনে করেন মোটর সাইকেল চালকরা।

/এসএইচ

Exit mobile version