Site icon Jamuna Television

ভোটচোরদের ভোট পাহারা দেয়ার দায়িত্ব দেয়া যাবে না: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি।

ভোটচোরদের ভোট পাহারা দেয়ার দায়িত্ব দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বললেন, আওয়ামী লীগ সরকার ভোট চুরি করে মানবাধিকার, আইনের শাসন ও গণতন্ত্র কেড়ে নিচ্ছে। এদের বিতাড়িত করলেই দেশ নিরাপদ।

শুক্রবার (৩ মার্চ) খালেদা জিয়াসহ সকল নেতাকর্মীদের মুক্তির দাবিতে প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে দেয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি। আরও বলেন, যেখানে আইনের শাসন নেই, সেখানে আইনের ব্যাখা দিচ্ছেন আওয়ামী লীগ নেতার। খালেদা জিয়ার রাজনীতি ও নির্বাচনে অংশ নেয়া নিয়ে ক্ষমতাসীন দলের নেতাদের বক্তব্য দেয়া থেকে বিরত থাকতে এ সময় আহ্বান জানান আমীর খসরু।

বিএনপির এ জ্যেষ্ঠ নেতা বলেন, আন্দোলন ঘিরে কাউকে জেলে নিলে লাভ হবে না এক-এগারোতে হওয়া সব মামলার পাশাপাশি গত ১২ বছরের গুম-খুন-দুর্নীতির মামলা হলে আওয়ামী লীগের কেউ নির্বাচনে অংশ নিতে পারবেন না। জেলে যেতে হবে তাদের।

/এমএন

Exit mobile version