ফিলিপাইনের বাসিলানে গাড়ি বোমা বিস্ফোরণে শিশুসহ নিহত হয়েছেন অন্তত ১০ জন। মঙ্গলবার সকালের এই হামলায় বহু হতাহতের আশঙ্কা কর্তৃপক্ষের।
প্রাথমিক খবরে জানানো হয়, সীমান্ত তল্লাশি চৌকির কাছে জিজ্ঞাসাবাদের জন্য ভ্যানটি আটকানো হলে বিস্ফোরণ ঘটায় আততায়ীরা। এতে ঘটনাস্থলে প্রাণ হারান এক সেনা সদস্য, আধা-সামরিক বাহিনীর ৫ সদস্য এবং চার বেসামরিক ফিলিপিনো।
শহরের গর্ভনর জানান, এই হামলার পেছনে জঙ্গি সংগঠন আবু সায়াফ জড়িত। তবে বিস্তারিত কোন তথ্য জানায়নি কর্তৃপক্ষ। বাসিলান সংগঠনটির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। রয়েছে আইএস’র পরোক্ষ প্রভাবও।

