Site icon Jamuna Television

ঝিনাইদহে বিষাক্ত অ্যালকোহল পানে নিহত ৩

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জে বিষাক্ত অ্যালকোহল পান করে তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) দিবাগত গভীর রাতে মৃত্যু হয় তাদের।

নিহতরা হলো কালীগঞ্জের শ্রীলক্ষী সিনেমা হলের সামনে নদীপাড়ার হারুনর রশিদের ছেলে জাহাঙ্গীর খাঁ (৩৫), একই এলাকার অনিল কুমারের ছেলে বিপুল কুমার (৪৫) ও শ্রীলক্ষী সিনেমা হলের পেছনে ঢাকালে পাড়ার খোকন মিয়ার ছেলে রাজিব হোসেন (২৫)। এরমধ্যে জাহাঙ্গীর খাঁ নিজ বাড়িতে, বিপুল কুমার ঝিনাইদহ সদর হাসপাতালে ও রাজিব হোসেন যশোর সদর হাসপাতালে মৃত্যুবরণ করে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে তারা সবাই কালীগঞ্জ মেইন বাস স্ট্যান্ডের একটি হোমিও দোকান থেকে অ্যালকোহল পান করে। এরপর অসুস্থ হয়ে পড়ে সবাই।

কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, নিহতরা সবাই অ্যালকোহল পান করেছিল। অ্যালকোহল পানের পর তারা সবাই বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়ে। পরে জাহাঙ্গীর খাঁ নিজ বাড়িতে এবং বাকি দুজন হাসপাতালে মৃত্যুবরণ করে।

এসজেড/

Exit mobile version