Site icon Jamuna Television

তুষারঝড়ে বিধ্বস্ত ক্যালিফোর্নিয়ার পাহাড়ি অঞ্চল ক্রেস্টলাইন

তীব্র তুষারঝড়ে বিধ্বস্ত ক্যালিফোর্নিয়ার পাহাড়ি অঞ্চল ক্রেস্টলাইন। গত বুধবার (১ মার্চ) তুষারের ভারী আস্তরণে ধসে পড়ে ওই অঞ্চলের একমাত্র সুপার মার্কেটের ছাদ। খবর রয়টার্সের।

ভাগ্যক্রমে ওই সময় মার্কেটে কেউ ছিল না, আর তাই হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে, মার্কেটটি ভেঙে পড়ায় ওই অঞ্চলে দেখা দিয়েছে খাদ্য সংকট।

কর্তৃপক্ষ জানিয়েছেন, স্থানীয় বাসিন্দাদের কাছে সরবরাহ করা হচ্ছে খাদ্য, ওষুধসহ জরুরি সেবা। পাহাড়ি এ অঞ্চলটিতে সবোর্চ্চ ৯১ ইঞ্চি পর্যন্ত তুষারপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এছাড়া, তুষারঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের ৪৮টি রাজ্যে ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা। বাতিল করা হয়েছে হাজারও অভ্যন্তরীণ ফ্লাইট। পূর্বাভাস দেয়া হয়েছে, শীতকালীন বৈরী আবহাওয়ার কারণে নিউইয়র্ক, ভার্মন্ট, নিউ হ্যম্পশায়ারসহ বেশ কিছু শহরে ভারী তুষার ঝড় হতে পারে।

/এমএন

Exit mobile version