Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে মস্তিষ্ক খেঁকো অ্যামিবার সংক্রমণে প্রাণহানি ১

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাতে বিরল মস্তিষ্ক খেঁকো অ্যামিবার সংক্রমণে এক ব্যক্তির মৃত্যর খবর পাওয়া গেছে। খবর সিএনএনের।

স্থানীয় স্বাস্থ্য বিভাগ জানায়, ধারণা করা হচ্ছে সংক্রমিত ওই ব্যক্তি কলের পানি দিয়ে নাক পরিষ্কারের সময় আক্রান্ত হয়। আক্রান্ত ব্যক্তিটি নাকের সাইনাস রোগে আক্রান্ত ছিলো। এককোষী এই অণুজীবটি শুধুমাত্র নাকের মাধ্যমেই মানব শরীরে প্রবেশ করে। মস্তিষ্কে বাসা বানিয়ে ধীরে ধীরে খেয়ে ফেলে মগজ।

মার্কিন রোগ নিয়ন্ত্রক সংস্থার তথ্যমতে দেশটিতে প্রতিবছর প্রায় তিনজন এই সংক্রমণের শিকার হয়। সাধারণত দুষিত নদীর পানিতে বাস করে মস্তিষ্ক খেঁকো অ্যামিবা।

এটিএম/

Exit mobile version