Site icon Jamuna Television

দুই অঙ্কে পৌঁছানোর আগেই নেই বাংলাদেশের ৩ উইকেট

ছবি: সংগৃহীত

৩২৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই তিন উইকেট হারিয়ে ধাক্কা খেলো বাংলাদেশ। স্যাম কারানের সুইংয়ে গোল্ডেন ডাক মেরে বিদায় নেন লিটন কুমার দাস ও নাজমুল হোসেন শান্ত। ইনিংস বড় করতে পারেননি অফ ফর্মে থাকা মুশফিকুর রহিমও।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাঁচা-মরার ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিং নেয় বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল। প্রথমে ব্যাটিংয়ে নেমে জেসন রয়ের ১২তম শতক ও অধিনায়ক জস বাটলারের ঝড়ো ফিফটির সাথে শেষ দিকে মঈন আলি ও স্যাম কারানের ক্যামিওতে ৩২৬ রানের বড় সংগ্রহ গড়ে ইংল্যান্ড।

ছবি: সংগৃহীত

রেকর্ড গড়ে জিততে হবে এমন লক্ষ্যে ব্যাট করতে নামে বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারে বল করতে আসেন স্যাম কারান। প্রথম ওভারের চতুর্থ বলেই জেসন রয়ের হাতে ক্যাচ তুলে বিদায় নেন লিটন। ক্রিজে এসে কারানের সুইং বোঝার আগেই গোল্ডেন ডাক মারেন সদ্য সমাপ্ত বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক শান্ত। খোঁচা মেরে জস বাটলারের হাতে ক্যাচ তুলে বিদায় নেন তিনি। এরপর ক্রিজে আসেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিক। অফ স্ট্যাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যাওয়া বলে ব্যাটে লেগে বল চলে যায় বাটলারের গ্লাভসে। আম্পায়ার আউটের সাড়া না দিলেও তাৎক্ষণিক রিভিউ নেন ইংলিশ অধিনায়ক বাটলার। থার্ড আম্পায়ারের ডিসিশনে আউট হন মুশফিক। ব্যক্তিগত ৪ রান করে বিদায় নেন এই ব্যাটার।

শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ২০ রান। দুই অপরাজিত ব্যাটার তামিম ইকবাল রয়েছেন ৯ রানে ও সাকিব আল হাসান আছেন ৭ রান নিয়ে।

/আরআইএম

Exit mobile version