Site icon Jamuna Television

বিয়ের পিঁড়িতে বসছেন হৃত্বিক, তারিখ যা জানা গেলো

প্রেমে মজেছেন হৃত্বিক রোশন ও সাবা আজাদ। কাজের সময় ছাড়া বাকি সময় তাদের একসাথে দেখা যাচ্ছে। প্রেম থেকে এবার নিজদের আবারও একধাপ এগিয়ে নিয়ে গেলেন তারা। খবর ইন্ডিয়া ট্যুডের।

প্রথম স্ত্রী সুজানের সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘ সময় একাই অভিনেতা। তবে শেষেমেশ হৃতিকের মন বসন্তের পরশ নিয়ে এল সাবা। টুইটারে আলাপ সেখান থেকে কথাবার্তা। বর্তমানে এক সাথে বসবাস করছেন তারা।

সম্প্রতি বিমানবন্দরে অন্তরঙ্গ ধরা দিলেন এ জুটি। সাবা গাড়ির ভেতর বসে ছিলেন। গাড়ি থেকে নামার আগে সাবার ঠোঁটে চুমু দিলেন হৃত্বিক। সাংবাদিকদের দেখে লাজুক হাসি দেন অভিনেতাও। শোনা যাচ্ছে, ২০২৩ সালের শীতকালে নভেম্বর মাসেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তারা।

এটিএম/

Exit mobile version