Site icon Jamuna Television

মিরপুর স্টেডিয়ামের ডাবল সেঞ্চুরি; টাইগারদের শতক

ফাইল ছবি

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সবুজ গালিচা শুক্রবার (৩ মার্চ) অন্যরকম এক মাইলফলক ছুঁয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে দিয়ে ২০০তম আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের সাক্ষী হলো শের-ই-বাংলা। পাশাপাশি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল মিরপুরে খেলছে শততম ওয়ানডে ম্যাচ। এক ম্যাচে দুই মাইলফলক ছুঁয়ে ফেললো বাংলাদেশ ক্রিকেটের পয়মন্ত এ ভেন্যু।

হোমগ্রাউন্ডে সর্বাধিক ম্যাচ খেলার দিক থেকে তালিকায় ছয় নম্বরে অবস্থান করছে শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। ২০০ ম্যাচের মধ্যে টেস্ট ২৫টি, ওয়ানডে ১১৬টি ও টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ৫৯টি। ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে সরে বাংলাদেশের ক্রিকেট কেন্দ্র মিরপুরে আসে ২০০৬ সালে। সেই বছরের ৮ ডিসেম্বর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় শের ই বাংলা স্টেডিয়ামের। প্রথম সেই ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৮ উইকেটের জয় পায় টাইগাররা।

সব মিলিয়ে নানা অর্জনে, প্রতিকূলতা পেরিয়ে সাফল্যের সূর্য দেখায় মিরপুর বাংলাদেশ ক্রিকেটের বড় সাক্ষী হয়ে আছে। আজ সেই মিরপুর পূর্ণ করলো ডাবল সেঞ্চুরি। সঙ্গে বাংলাদেশ ক্রিকেটেরও হলো সেঞ্চুরি।

/আরআইএম

Exit mobile version