Site icon Jamuna Television

সাকিবের আউটে নিভতে শুরু করেছে বাংলাদেশের সিরিজের আশার আলো

ছবি: সংগৃহীত

বন্ধু তামিমের সাথে ৭৯ রানের জুটি গড়ে আশা দেখাচ্ছিলেন সাকিব। তামিম না পারলেও ঠিকই ক্যারিয়ারের ৫১তম অর্ধশতক তুলে নেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

কিন্তু ৩২৭ রানের মত বড় লক্ষ্য পাড়ি দিতে ব্যাটে দরকার ছিল তুখোড় ধার। যার কোনোটিই এদিন দেখা যায়নি মিরপুরের হোম অফ ক্রিকেটে।

৬৯ বলে ৫টি চারের সাহায্যে ৫৮ রান করা সাকিব নিজের সহজাত খেলার পাশাপাশি পড়েছিলেন রানের চাপে। তাই তো আদিল রাশিদকে উড়িয়ে মারতে গিয়ে ডেকে আনলেন বিপদ। মিড অফে ধরা পড়লেন স্যাম কারানের হাতে। এখানেই শেষ হয়ে যায় বাংলাদেশের সিরিজ বাঁচানোর স্বপ্ন। ব্যবধান কমাতে লোয়ার অর্ডাররা করে যাচ্ছেন ব্যর্থ চেষ্টা।

/এ এইচ

Exit mobile version